বাংলা সাহিত্যের অমরকবি সুকান্ত ভট্রাচার্য যিনি খুব কম বয়সে কবি খ্যাতি অর্জন করেন । তাঁর কবিতা ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্য ভান্ডারকে করেছে সমৃদ্ধশালী।
কবি সুকান্ত ভাট্রাচার্জের পৈত্রিক বসত ভিটা কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে অবস্থিত । সেখানের প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে সুকান্ত পাবলিক লাইব্রেরী কাম অডিটরিয়াম এবং প্রতি বছর কবির জন্মদিন উপলক্ষে তিন দিন ব্যাপি ম্যালা এবং সংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
জন্ম | ১৫ আগস্ট ১৯২৬
কালীঘাট, কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
---|---|
মৃত্যু | ১৩ মে ১৯৪৭ (বয়স ২০) |
ছদ্মনাম | কিশোর কবি |
পেশা | কবি |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয় |
সময়কাল | ১৯৪০-১৯৪৭ |
উল্লেখযোগ্য রচনাবলি | ছাড়পত্র (১৯৪৭) পূর্বাভাস (১৯৫০) ঘুম নেই (১৯৫০) |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস