কোটালীপাড়া গোপালগঞ্জ জেলার একটি উপজেলা। প্রাচীন এ জনপদ সমতটের রাজধানী ছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন। ভৌগোলিকভাবে কোটালীপাড়া ২২.৯৮৩৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮৯.৯৯১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।
কোটালীপাড়া উপজেলার উত্তরে গোপালগঞ্জ সদর ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলা, দক্ষিণে বরিশালের নাজিরপুর ও উজিরপুর উপজেলা, পূর্বে বরিশালের আগৈলঝরা উপজেলা ও মাদারীপুরের কালকিনি উপজেলা এবং পশ্চিমে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলা।
মোট আয়তন : ৩৬২.০ বর্গকিলোমিটার/৮৯,৪৬৬.০০ একর
ইউনিযন : ১২ টি
সাদুল্লাহপুর, রাধাগঞ্জ, কলাবাড়ী, রামশীল, আমতলী, কান্দি, ঘাঘর, হিরন, বান্দাবাড়ী, পিঞ্জুরী, হিরন ও কুশলা
পৌরসভা : একটি (কোটালীপাড়া- তৃতীয় শ্রেণী)
পৌরসভার মোট আয়তন ৫.১২ বর্গ কি.মি,
মোট জনসংখ্যা ৪৮২৪ জন
পুরুষ মহিলা অনুপাত ৫০.৯৫:৪৯.০৫ ঘনত্ব ৯৪২ জন/বর্গ কিমি
ওয়ার্ড : ৯ টি
মৌজা : ১০০ টি
গ্রাম : ১৯৭ টি
হাটের সংখ্যা : ১৫ টি
দৈনিক বাজারের সংখ্যা : ৩৬ টি
ভূমি অফিস : ৭ টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস